Frequently asked questions
usdbuysell.com অনলাইনভিত্তিক ডলার ক্রয়-বিক্রয়ের বিশ্বস্ত প্লাটফর্মগুলির অন্যতম। সাধ্যানুযায়ী গ্রাহকবান্ধব সেবা প্রদান করাই আমাদের লক্ষ্য।
দুঃখিত স্যার! চতুর্দিক চিন্তা-ভাবনা করেই অ্যাডমিন প্যানেল রেট নির্ধারণ করেন। সবকিছুর পর আমাদের অতি অল্পই প্রফিট থাকে। কারণ, রেট নির্ধারণের সময় গ্রাহকের সুবিধার কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়।
২৪ ঘণ্টার মধ্যে। DBBL -এ পেমেন্ট নিতে চাইলে ব্যাংকিং দিবসে এবং ওয়ার্কিং আওয়ারে (Working Hour) পেমেন্ট করা হবে এবং মিনিমাম ৳৫০০০ (পাঁচ হাজার টাকা) হতে হবে। ব্যাংকের ক্ষেত্রে সকাল ১০টার আগে পেমেন্ট করলে ঐ দিনের টাকা ঐ দিন পাবেন, নতুবা এর পরের বিজনেসডে তে পাবেন। যেকোনো সমস্যার জন্য ফেসবুক পেজ -এ মেসেজ করে রাখতে পারেন, সাধারণতঃ ২৪ ঘণ্টার মধ্যে রিপ্লাই পাবেন ইনশাল্লাহ।
জ্বী, আমরা STEEM/SBD ক্রয়-বিক্রয় করি ডলার হিসেবে। STEEM/SBD ক্রয় করে থাকি ৭৫ টাকা দরে এবং বিক্রয় করে থাকি ১০০ টাকা দরে।
এ ব্যাপারে আমাদের কাছে ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে bittrex -এর রেট ধর্তব্য।
জ্বী না। আমরা এখনো এই সার্ভিসটি চালু করিনি।
২৪ ঘণ্টা আপনি অর্ডার করতে পারবেন। তবে আপনার অর্ডারগুলি কমপ্লিট হবে শুধু অফিস টাইমে (সকাল ১০.০০টা থেকে রাত ১২.০০টা পর্যন্ত)।